আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন মিয়া (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার রনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার।

মোহন মিয়া চলতি বছর এসএসসি পাশ করেছেন। তিনি উপজেলার রনিয়া গ্রামের দয়াল মিয়ার ছেলে।

ওসি মোশারফ হোসেন তরফদার জানান, আজ সকালে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন মিয়া মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

Share this post

scroll to top