ঢাকাWednesday , 10 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

একাডেমিক স্বীকৃতি পেল তারাকান্দার এইচ এ ডিজিটাল কলেজ

Link Copied!

তারাকান্দার এইচ এ ডিজিটাল কলেজএকেডেমিক স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহের তারাকান্দার এইচ এ ডিজিটাল কলেজ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচ এ ডিজিটাল কলেজসহ বেসরকারি আরো ৫ টি কলেজেকে একাডেমিক স্বীকৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে ।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি পাওয়া কলেজগুলো হল, খাগড়াছড়ির গুইমারা কলেজ, নারায়ণগঞ্জ সদর উপজেলার নারায়ণগঞ্জ কমার্স কলেজ, ময়মনসিংহের তারাকান্দার এইচ এ ডিজিটাল কলেজ, গাজীপুর সদরের কোনাবাড়ি কেমব্রিজ কলেজ এবং নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী মডেল কলেজ সংশ্লিষ্ট বোর্ডগুলোর সুপারিশের ভিত্তিতে ৫টি কলেজকে একাডেমিক স্বীকৃতি দেয়া হয়েছে বলে বোর্ডগুলোতে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে কলেজগুলোকে একাডেমিক স্বীকৃতি প্রদানে সংশ্লিষ্ট ৪ বোর্ডের চেয়ারম্যানদের কাছে হালনাগাদ তথ্যসহ পরিদর্শন প্রতিবেদন চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে কলেজগুলোকে একাডেমিক স্বীকৃতি প্রদানে কিছু শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শর্ত হিসেবে একবছরের মধ্যে শিক্ষার্থী সংখ্যা সন্তোষজনক পর্যায়ে উন্নীতকরণ, কলেজের টাকায় শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা প্রদান করতে বলা হয়েছে কলেজগুলোকে। ভবিষ্যতে কোন শাখা ক্যাম্পাস চালু করা যাবে না এবং শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা যাবে না বলেও শর্তে বলা হয়েছে। কলেজগুলোকে বেসরকারি কলেজের প্রচলিত সকল শর্ত মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। তবে সরকার প্রয়োজন মনে করলে যে কোন সময় যে কোন শর্ত আরোপ করতে পারে বলেও বলা হয়েছে কলেজগুলোকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।