গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গাজীপুরের কোভিড ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে এক ব্যক্তির (৭১) মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন। তিনি গাজীপুর জেলা শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার আলাল উদ্দিনের ছেলে।

আবাসিক মেডিক‌্যাল অফিসার মো. রফিকুল ইসলাম জানান, জালাল উদ্দিন করোনার উপসর্গ জ্বর, ঠাণ্ডা, কাশি-শ্বাসকষ্ঠ নিয়ে ৮ জুন ওই হাসপাতালে ভর্তি হন। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও রিপোর্ট এখনো আসেনি।

উল্লেখ‌্য, এর আগে বুধবার (৩ জুন) দিবাগত রাতে এবং ২৩ মে (শনিবার) দিবাগত রাতে করোনায় আক্রান্ত দুই ব্যক্তির এবং উপসর্গ নিয়ে (৪ জুন) আরো এক ব্যক্তি এ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Share this post

scroll to top