ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার ৭৫২ নমুনা পরীক্ষায় ৯৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যা ময়মনসিংহে এযাবত কালে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড দখল করলো। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলায় একদিনে সর্বোচ্চ রেকর্ড দখল করে ৭৩ জন, জামালপুর জেলায় ৯ জন, শেরপুর জেলায় ১৫ জন এবং নেত্রকোনা জেলায় ২ জন রয়েছেন।
ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৭৩ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেলের এক ডাক্তারসহ সদরের ১৮ জন, ভালুকার ৩৮ জন, ফুলপুরের ৪ জন, মুক্তাগাছায় ৪ জন, ঈশ্বরগঞ্জে ৩ জন, গফরগাঁওয়ে ৩ জন, ত্রিশালে ২ জন ও নান্দাইলে১ জন রয়েছেন।
জামালপুর জেলায় ৯ জনের মধ্যে সদরের ৫ জন, মাদারগঞ্জের ২ জন ও বকশিগঞ্জের ২ জন। শেরপুর জেলায় ১৫ জনের মধ্যে সদরের ৯ জন, নকলার ৫ জন ও নালিতাবাড়ির ১ জন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,৬০৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮০৩ জন, জামালপুর জেলায় ৩৬২ জন, নেত্রকোনা জেলায় ৩০০ জন এবং শেরপুর জেলায় ১৪২ জন।
ময়মনসিংহ বিভাগে সর্বমোট মারা গেছেন ১৯ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুর জেলায় ৫ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।