গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশের এএসআই ও কনস্টেবলসহ নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৩৬ জন করোনা রোগী শনাক্ত হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার গফরগাঁও ও পাগলা থানার স্টাফদের মধ্য থেকে সন্দেহভাজন ৬ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করা হয়। মঙ্গলবার মঙ্গলবার রাতে তিনজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মাঝে দুজন পাগলা থানা পুলিশের এএসআই ও একজন কনস্টেবল।
পাগলা থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, বৈশ্বিক মহামারী করুণা মোকাবেলায় বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মানুষকে নিরাপদ রাখতে দায়িত্ব পালন করতে গিয়ে আমার থানার স্টাফ তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন,আক্রান্ত তিন জনকে নমুনা দেওয়ার পর থেকেই আইসোলেশন রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশনা মোতাবেক তাদের চিকিৎসা দেওয়া হবে।