আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। দেশজুড়ে চলছে নির্বাচনের আমেজ। বিভিন্ন দলকে সমর্থন করে সারাদেশে চলছে স্লোগান সমাবেশ। বসে নেই ময়মনসিংহের নির্বাচনী এলাকার মানুষগুলোও। আজ বিকেলে নগরীর বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখা যায় ধানের শীষ সমর্থকদের। সাড়ে ৪টার দিকে একটি মিছিল চরপাড়া থেকে শুরু করে ধোপাকলার দিকে যেতে দেখা যায়। এছাড়াও কাঠগোলা এবং গলগন্ডায় পৃথক দুটি মিছিল দেখা যায়। সাথে ভ্যানপার্টি আর ধানের শীষ প্রতিক হাতে মিছিলে অংশ নেয় অনেক মানুষ।