ময়মনসিংহে করোনায় নতুন আক্রান্ত ৬৬

Corona-Mymensingh-Updateময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেরোববার ২টি মেশিনে ৭৫২ নমুনা পরীক্ষায় ৬৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে সহকারি জেলা জজের স্বামীর মৃত্যু হয়েছে।

রোববার আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৬ জন, জামালপুর জেলায় ১৫ জন এবং নেত্রকোনা জেলায় ৫ জন রয়েছেন। ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৪৬ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ সদরে ৮ জন, ভালুকায় ২১ জন, ফুলপুরে ৫ জন, ত্রিশালে ৩ জন, ঈশ্বরগঞ্জে ৩ জন, গৌরীপুরে ২ জন, ফুলবাড়িয়ায় ২ জন, তারাকান্দা ও হালুয়াঘাটে একজন করে রয়েছে।

জামালপুর জেলায় ১৫ জনের মধ্যে সদরের ৯ জন, বকশিগঞ্জের ৩ জন, ইসলামপুরের ২ জন ও দেওয়ানগঞ্জের একজন রয়েছে।

নেত্রকোনা জেলায় ৫ জনের মধ্যে কেন্দুয়ার ৪ জন ও কলমাকান্দার১ জন রয়েছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,৪৮৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৭১৪ জন, জামালপুর জেলায় ৩৫০ জন, নেত্রকোনা জেলায় ২৯৯ জন এবং শেরপুর জেলায় ১২০ জন।

Share this post

scroll to top