ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেরোববার ২টি মেশিনে ৭৫২ নমুনা পরীক্ষায় ৬৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে সহকারি জেলা জজের স্বামীর মৃত্যু হয়েছে।
রোববার আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৬ জন, জামালপুর জেলায় ১৫ জন এবং নেত্রকোনা জেলায় ৫ জন রয়েছেন। ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৪৬ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ সদরে ৮ জন, ভালুকায় ২১ জন, ফুলপুরে ৫ জন, ত্রিশালে ৩ জন, ঈশ্বরগঞ্জে ৩ জন, গৌরীপুরে ২ জন, ফুলবাড়িয়ায় ২ জন, তারাকান্দা ও হালুয়াঘাটে একজন করে রয়েছে।
জামালপুর জেলায় ১৫ জনের মধ্যে সদরের ৯ জন, বকশিগঞ্জের ৩ জন, ইসলামপুরের ২ জন ও দেওয়ানগঞ্জের একজন রয়েছে।
নেত্রকোনা জেলায় ৫ জনের মধ্যে কেন্দুয়ার ৪ জন ও কলমাকান্দার১ জন রয়েছে।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,৪৮৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৭১৪ জন, জামালপুর জেলায় ৩৫০ জন, নেত্রকোনা জেলায় ২৯৯ জন এবং শেরপুর জেলায় ১২০ জন।