মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা- মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আজগর আলীকে (৩০) আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) মৌলভীবাজারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আজগর আলী।
তিনি নিহত ইয়াসমিন আক্তারের স্বামী।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, শনিবার রাতে আজগর আলীকে সিন্দুরখান ইউনিয়নের তালতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় নিজ বাড়ি থেকে জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তারের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।