করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ফেরদৌস বাপ্পী

বাংলাদেশ টেলিভিশনের ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানের উপস্থাপক ফেরদৌস বাপ্পী। সম্প্রতি তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল শনিবার রাত ৩টায় তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশের (পিপিবি) সাধারণ সম্পাদক আনজাম মাসুদ।

আনজাম মাসুদ বলেন, ‘ফেরদৌস বাপ্পীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তার প্লাজমা লাগতে পারে। তিনি এখন মোটামুটি ভালো আছেন বলে ডাক্তার আমাদের জানান। প্লাজমা রেডি করা হয়েছে। ডাক্তার চাওয়া মাত্রই দেয়া যাবে। সকলের দোয়া চাইছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

ফেরদৌস বাপ্পী একাধিক টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তিনি মূলত বাংলাদেশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘কুইজ কুইজ’ উপস্থাপনা করে দর্শকদের মাঝে পরিচিতি পান। বর্তমানে টিভি উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বেও আছেন তিনি।

Share this post

scroll to top