উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি সিলেটে শুরু হয়েছে। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
শুরুতেই ক্যারিবিয়ান উইকেট তোলে নেন মেহেদী হাসান মিরাজ। চন্দরপল হেমরাজকে ৯ রানে ফেরান তিনি। দলীয় ১৫ রানে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইন্ডিজ এই ওপেনার।
শেষ খবর অনুযায়ী উইন্ডিজের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান। উইকেটে আছেন শাই হোপ (১০) এবং ড্যারেন ব্রাভো (০)।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ইমরুলের জায়গায় মোহাম্মদ মিঠুন আর বোলার রুবেল হোসেনের জায়গায় অলরাউন্ডার সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমেয়ার, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল এবং ফ্যাবিয়ান অ্যালেন।
তিন ম্যাচ সিরিজের দুটিতে দুই দলটি একটি করে জয় নিয়ে সিরিজে সমতা বজায় রেখেছে। তাই আজকের ম্যাচটি অনির্ধারিত ফাইনালে পরিণত হয়েছে। বছরের শেষ সিরিজটি জয়ের বিকল্প দেখছেন না টাইগার দলপতি মাশরাফি।