ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন হতে উপজেলা জামায়াতের সদস্য রেজাউল করিম (৩৮) ও তার ভাই বিএনপি কর্মী ইউসুফ আলী (৩৪) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মেগচামী ইউনিয়নের নারাণপুর গ্রামে বাড়ি থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মধুখালী থানার ওসি মিজানুর রহমান উল্লেখিতদের আটকের সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে তদন্তাধীন মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।
মেগচামী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হারুন জানান, বৃহস্পতিবার বিকেলে তাদের ইউনিয়নে বিএনপি প্রার্থী শাহ মোঃ আবু জাফর পথসভা ও গণসংযোগ করেন। এরপর রাতে মেগচামী ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশী ও দু’জনকে আটক করে পুলিশ।