বগুড়ায় পিকআপচাপায় ২ জন নিহত

বগুড়ায় রাস্তার পাশে গল্প করতে থাকা দুইজন পিকআপের চাপায় নিহত হয়েছেন।

শনিবার সকালে বগুড়া শহর দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামার কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দর্জি শ্রমিক দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে কৃষক দুলাল হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুম থেকে উঠে ওই এলাকার বাইপাস সড়কের পাশে বসে গল্প করছিলেন দেলোয়ার ও দুলাল। সকাল ৭টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

চালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং পিক আপটি আটক রয়েছে।

Share this post

scroll to top