ময়মনসিংহের গফরগাঁওয়ে নমুনা সংগ্রহকারী ল্যাব টেকনোলজিস্টসহ এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট মনজুরুল হক(৫০) ও স্বাস্থ্য কর্মী মাউসোক আক্তার প্রীতি(২৬)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করলে শুক্রবার রাতে দুই জনের পজিটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-স্বাস্থ্যকর্মী সহ এ পর্যন্ত উপজেলায় ৩৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে আক্রান্তদের প্রায় কারো উপসর্গ না থাকায় আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিধি অনুযায়ী চিকিৎসা নেওয়ায় এ পর্যন্ত ২৮জন সুস্থ্য হয়েছেন। মঞ্জরুল ইসলাম টানা দুইমাস ৪৮১টি নমুনা সংগ্রহ করার পর কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এতে নমুনা সংগ্রহে লোকসংকট দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, নমুনা দেওয়ার পর থেকেই আক্রান্ত নতুন দুইজন হোম কোয়ারান্টিনে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।