করোনা আক্রান্তের তালিকায় শীর্ষ ২০-এ বাংলাদেশ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর তালিকায় শীর্ষ ২০ এ প্রবেশ করলো বাংলাদেশ। করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ড মিটার শুক্রবার এ তথ্য জানিয়েছে।

তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ ২১তম অবস্থানে ছিল।  আর বেলজিয়াম ছিল ২০ তম অবস্থানে।

শুক্রবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮২৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জনে। একই সময় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। এক দিন আগে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৬৩ জন। গত ৩১ মে থেকে বাংলাদেশে করোনায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা দুই হাজারের ঊর্ধ্বে ।

অপরদিকে, বেলজিয়ামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জন করোনায় আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা ৫৮ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে।  এর আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৬৭। পহেলা জুন থেকে দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ এর নিচে ছিল।

Share this post

scroll to top