ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কৃষক রিয়াজ উদ্দিন (৬০) উপজেলাল ডেপুলিয়া বাশতলা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। হামলায় নিহতের স্ত্রী সালেমা খাতুন, ছেলে আজিজুল, মেয়ে বিলকিস আহত হয়। আজ সকালে ডেপুলিয়া বাশতলা নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানান, গতকাল সারাদিন কৃষক রিয়াজ উদ্দিনের বাড়িতে বিদ্যুৎ ছিল না। পাশের বাড়ির সাদেকুর রহমানের বাড়ি সংলগ্ন বিদ্যুতের খুঁটি নাড়া দিলে বাড়াতে বিদ্যুৎ আসে। সাদেকুর রহমানের দাবি বিদ্যুতের তার নাড়া দেওয়ায় তাঁদের বাড়িতে বিদ্যুৎ চলে গেছে। এ ঘটনায় একই পরিবারের মৃত ইয়াকুব আলীর ছেলে সাদেকুর রহমান, একাব্বর হোসেন, আজিজুল, আজাত, মানিক, আলমসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে কৃষক রিয়াজ উদ্দিনকে মারাত্মকভাবে আহত করে। এতে ঘটনাস্থলেই কৃষক রিয়াজ উদ্দিন মারা যায়। পরে নিহতের পরিবার ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাকির হোসেন মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ডাক্তার জাকির হোসেন জানান, হাসপাতালের আসার পূর্বেই সে মারা গেছে। এ ব্যাপারে নিহতের ছেলে ছাইদুল ইসলাম জানান, ফুলপুর থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
ওসি ইমারত হোসেন গাজী জানান, এ ঘটনায় সাদেক ,আজিজুল সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদেরকে ধরার জন্য চেষ্টা চলছে।