ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে মাসুদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার রায়বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়বাজারে ব্যবসায়ী মাসুদ মিয়ার মা-বাবা স্টোর নামে দোকান রয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিষিদ্ধ পলিথিনের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো দোকান মালিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তার দোকান থেকে ১শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। পরে মাসুদ মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, অভিযানে ১শ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।