স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি পাননি মুশফিক

স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চেয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। তবে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার কারণে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই প্রস্তাব প্রত্যাখান করেছে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে এককভাবে অনুশীলন করতে চাওয়া ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম। তবে বোর্ডের পরিকল্পনা, জীবাণুমুক্ত পরিবেশ সৃষ্টি করার পর সবাইকে অনুশীলনে নিয়ে আসার।

এ ব্যাপারে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি বলেন, ‘মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সে এককভাবে অনুশীলন করতে চায়। তবে আমরা তাকে বলেছি যে, অনুশীলনের জন্য এখন উপযুক্ত সময় নয়, ঘরেই তার অনুশীলন করা উচিত। অনুশীলন গুরুত্বপূর্ণ, তবে আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘অল্পসংখ্যক ক্রিকেটার এককভাবে অনুশীলনের জন্য জানিয়েছিল। তবে সবার জন্য আমাদের বার্তা ছিল একই। আমরা আমাদের সুবিধাদি জীবাণুমুক্ত করার জন্য কাজ করছি। তবে এই কাজটি এখনও শেষ হয়নি।’

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ১ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট কার্যক্রম স্থগিত আছে। লকডাউনের সময়টাতে মুশফিক-সহ জাতীয় দলের ক্রিকেটাররা ঘরের মধ্যেই ফিটনেস অনুশীলন করছেন।

বিসিবির প্রধান নির্বাহী ক্রিকেটারদের অনুশীলনের ব্যাপারে আরও বলেন, ‘আমাদের সব বিষয় নিয়ে বিবেচনা করা প্রয়োজন। অনেক দেশ ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। নিঃসন্দেহে আমরাও তাই করবো। যাইহোক, এই মুহূর্তে আমরা নির্দিষ্ট সময় দিতে পারছি না। ঈদের পর থেকে অনুশীলনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জীবাণুমুক্ত আমরা কাজ করছি এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে। এই কাজ শেষ হওয়ার পর আমরা বলতে পারি যে, আমরা আবার ক্রিকেটের অনুশীলনের জন্য প্রস্তুত।’

Share this post

scroll to top