ময়মনসিংহে বরফ কল বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া বাজারে একটি বরফ কল বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা শ্রমিক শাহ আলম (২৩) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত ফারুক (৫০) নামে অপর এক শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ওই বরফ কলের মালিক বহিরুল ইসলামও আহত হয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নগরীর সানকিপাড়া বাজারে বহিরুলের বরফ কলে বিকাল সাড়ে চারটার দিকে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো এই বরফ কলে মালিকসহ
দুই শ্রমিক কাজ করছিলেন। বরফ কলটি থেকে সানকিপাড়া বাজারের মাছ ব্যবসায়ীরা প্রতিদিন বরফ নিয়ে থাকেন।