কুষ্টিয়ার মিরপুরে হাত-পা বেঁধে পুকুরের পানিতে ফেলে দিপু আলী (৮) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর মোড়ে এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দিপু আলী মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর মোড়ে এলাকার রাজন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হামিদ জানান, সোমবার বিকালে কয়েক শিশুর সঙ্গে পুকুরের ধারে কাদা মাখামাখি খেলছিল দিপু। এ সময় পাশেই ঘুড়ি উড়াচ্ছিল বেশ কিছু যুবক। কাদা মাখামাখির একপর্যায়ে একটু কাদা কয়েকজনের গায়ে ছিটে পড়ে।
এতে তারা দিপুকে কলাগাছের পাতলা রশি দিয়ে হাত পা বেঁধে পুকুরে ছুঁড়ে দেয়। এর কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠলে এলাকাবাসীর দেয়া খবরে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তরিকুল ইসলাম ও তাজিম আলী নামে দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।