ময়মনসিংহে ৫০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

Corona-Mymensingh-Update

ময়মনসিংহে নতুন করে আরও ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৮১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগে মোট ৮১জন হলেও ময়মনসিংহ জেলায়ই আক্রান্ত হয়েছেন ৬৩ জন। যা অতীতের রেকর্ড ভেঙ্গেছে।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ২ চিকিৎসকসহ ৪৯ জন, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫ জন, ত্রিশাল উপজেলায় ৫ জন, নান্দাইল উপজেলায় ৪ জনসহ জেলায় ৬৩ জন, জামালপুর জেলা সদরে ৪ জন, নেত্রকোনা জেলা সদর-৩, কেন্দুয়া-৬, মোহনগঞ্জ-৪, পূর্বধলা-১ জনসহ জেলায় ১৪ জন রয়েছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,১৪৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৫৬৪ জন, জামালপুর জেলায় ২৪৪ জন, নেত্রকোনা জেলায় ২৫৪ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন।

Share this post

scroll to top