ময়মনসিংহে নতুন করে আরও ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৮১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগে মোট ৮১জন হলেও ময়মনসিংহ জেলায়ই আক্রান্ত হয়েছেন ৬৩ জন। যা অতীতের রেকর্ড ভেঙ্গেছে।
আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ২ চিকিৎসকসহ ৪৯ জন, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫ জন, ত্রিশাল উপজেলায় ৫ জন, নান্দাইল উপজেলায় ৪ জনসহ জেলায় ৬৩ জন, জামালপুর জেলা সদরে ৪ জন, নেত্রকোনা জেলা সদর-৩, কেন্দুয়া-৬, মোহনগঞ্জ-৪, পূর্বধলা-১ জনসহ জেলায় ১৪ জন রয়েছে।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,১৪৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৫৬৪ জন, জামালপুর জেলায় ২৪৪ জন, নেত্রকোনা জেলায় ২৫৪ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন।