কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে আরটি-পিসিআর ল্যাব চালু হয়েছে। রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে ল্যাবটি চালু করা হয়। তবে ল্যাবটি পূর্ণাঙ্গভাবে চালু হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ায় এখন থেকে কিশোরগঞ্জেই করোনার নমুনা পরীক্ষা করা যাবে। লোকবলের সংকট থাকায় ল্যাবটিতে আপাতত প্রতিদিন অন্তত ৯৪ জনের করোনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল বাড়লে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ করা যাবে।
আজ বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন মো. মুজিবুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সৈয়দ মঞ্জুরুল হক, শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সজল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন মুজিবুর রহমান জানান, আজ প্রথম দিনের মতো ৩৯ জনের নমুনা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাবটি চালু করা হয়েছে। পূর্ণাঙ্গভাবে চালু হতে আরও দুই-তিন দিন সময় লাগতে পারে।