ময়মনসিংহ সদর উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় আহত কৃষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাড়ালো। তাৎক্ষণিক কৃষকের নাম জানা যায়নি।
নিহত বাকি দুইজন হলেন- তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আবদুল খালেক (২৮) ও সদর উপজেলার জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। তারা দুইজনই ধানকাটা শ্রমিক।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রহমান জানান, ঢাকা থেকে কার্ভাডভ্যানটি ময়মনসিংহে যাচ্ছিল। সকাল ৭টার দিকে ওই এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা চার পথচারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয় এবং আহত হন দুজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।