বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় গোলাম রাব্বানী হেলাল মারা গেছেন। শনিবার (৩০ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
দীর্ঘ দিন ধরে কিডনি সমস্যায় ভোগা হেলাল গত বৃহস্পতিবার স্ট্রোক করলে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি সমস্যায় তিনি ব্যাংককেও চিকিৎসা নিয়েছিলেন।
১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীর চেনা মুখ ছিলেন হেলাল। পরবর্তীতে খেলা ছেড়ে ঐতিহ্যবাহী ক্লাবটির পরিচালকও হয়েছেন।
জাতীয় দলে হেলালের অভিষেক হয় ১৯৭৯ সালে। মাঝে বিরতি পড়লেও খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হন ২০০৮ সালে।