ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ২০ বছর বয়সী একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
জানাযায়, বৃহস্পতিবার গৌরীপুর উপজেলার গৌরীপুর-কলতাপাড়া রোডের তাতঁকুড়া বাজারের পূর্ব পাড়া মতির দোকানের কাছে একটি ট্রাক সড়কে অজ্ঞাত এক সাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনোস্থলেই নিহত হয় ওই ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করেছে।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।