৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলবে

BUSসীমিত পরিসরে গণপরিবহন চলবে। সাধারণ ছুটি শেষ হওয়ার পর আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার (২৭ মে) রাতে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বল্প যাত্রী নিয়ে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাস, লঞ্চ ও রেল চলাচল করবে।’

এর আগে বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন সাধারণ ছুটি আর বাড়বে না। সীমিত পরিসরে সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে। তবে শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি থাকবে। গণপরিবহন চলবে না, সীমিত আকারে ব্যক্তিগত গাড়ি ও মিনি যানবাহন চলবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী সন্ধ্যার দিকে এই নির্দেশনাটি পাঠিয়েছেন। সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্তের পর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

প্রসঙ্গত, আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। সেই সঙ্গে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

Share this post

scroll to top