ঢাকাWednesday , 27 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Link Copied!

ময়মনসিংহ (ফুলবাড়িয়া) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ফাজিল মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ মাও. মো. হেলালুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রাক্তণ, বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭মে) বেলা ১১টায় ভবানীপুর ফাজিল মাদরাসা সংলগ্ন সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাও. হেলাল ও তার পরিবারের উপর হামলাকারীদের শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রবিবার (২৪ মে) ইফতারের কিছু সময় পরে সন্ধ্যা ৭ টার দিকে এলাকার আবদুস সালামের প্রত্যক্ষ মদদে ছেলে নাসিম ও তাদের সন্ত্রাসী বাহিনী কর্তৃক বাড়ির ভেতরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। নাসিমের নেতৃত্বে দলে ছিল এলাকার সন্ত্রাসী নাসির, হাকিম, আলম, তুষার, জাহাঙ্গীর, মনির সহ অন্তত ২৫ জন। এসময় হত্যার উদ্দেশ্যে চাকু ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে জখম করতে থাকে, মানুষের উপস্থিতি বাড়তে থাকলে তারা স্থান ত্যাগ করে বাড়ির দূরে অবস্থান নেয়।

মাও. হেলালুর রহমান (৬৬), ভাই, ভাইবৌ, ছেলে, ৩ ভাতিজা ও বৃদ্ধ মা (৮২) সহ পরিবারের ৮ জন আহত হয়েছেন। মাও. হেলাল ও তার ছেলে এবং তার দুই ভাতিজার অবস্থা গুরতর হওয়ায় তাৎক্ষনিক আছিম বাজারে ডা. কামরুজজামানের চেম্বারে নেয়া হয়, মাথার আঘাত আশংকাজনক হওয়ায় মাও. হেলালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেকহা) ভর্তি করা হয়।

ফুলবাড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় অধ্যক্ষ মাও. মো. মাহবুবুল আলম রহমানের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।