যমুনায় নৌকাডুবির ঘটনায় আরো ২ লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় নৌকাডুবির ঘটনায় আরো দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বুধবার সকালে যমুনা নদীর চর থেকে লাশ দুটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গছে। তারা হলেন, আমজাদ হোসেন (৪০) ও আজিজল মোল্লা (৩৮)। তারা দুজনই শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের অধিবাসী। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার হলো।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদ বলেন, ডুবুরী দল এসে লাশ উদ্ধার কাজ করছে। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় যথেষ্ট সহযোগিতা করেছেন। এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। নৌকায় থাকা ৭৩ জন যাত্রীর মধ্যে এ পর্যন্ত ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুনজিল হক জানান, এপর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার করতে তৎপরতা চলমান আছে।

Share this post

scroll to top