ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের উপর পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
নিহত তিনজন হলো, খাইরুল ইসলামের ছেলে শিশু রিয়াদ (৮) তার স্ত্রী জান্নাত (২৫) ও তার শাশুড়ি মনোয়ারা বেগম (৫০)।
বুধবার (২৭ মে) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, সকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের উপর পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে ৩ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।