ঢাকার দোহারে নির্বাচনী প্রচার মিছিল থেকে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাককে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। তবে আরো ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আটক রয়েছেন।
গতকাল বিকেলে আশফাককে আটকের পর রাত ৯টায় ছেড়ে দেয়া হয়। ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ওসি। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে আবু আশফাককে থানায় আনা হয়েছিল। পরে তাকে রাত ৯টায় ছেড়ে দেয়া হয়েছে। নাশকতায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এ দিন বিকেলে দোহারের লটাখোলা করম আলী মোড়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।