জামালপুরে ঈদের নতুন জামার সাথে ওড়না কিনে না দেয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ওই কিশোরীর নাম তানজিনা আক্তার (১৪)। তানজিনা বাদেচাঁন্দি কে. আই দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ পরিবারের লোকজন দেখতে পান বলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান।
কিশোরীর পরিবারের লোকজন জানান, ঈদের নতুন জামার সাথে ওড়না কিনে না দেয়ায় ওই কিশোরী আত্মহত্যা করে থাকতে পারে। তবে, তবে পুলিশী অনুসন্ধান ও ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তারা।
কিশোরীর মা কামরুন্নাহার জানান, তানজিনা তাদের পালিত মেয়ে। এবার ঈদে নতুন ওড়না কিনে না দেয়ায় ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে মনে করেন তিনি।
তিনি আরও জানান, নিজের ঘর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই কিশোরী। সন্ধ্যায় মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে নামিয়ে আনেন তিনি।
ওসি সালেমুজ্জামান বলেন, “খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছি। তবে, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”