ময়মনসিংহের তারাকান্দায় আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। এতে ব্যবসায়ীদের প্রায় ক্ষতি হয়েছে ২০ লক্ষাধিক টাকার মালামাল।
জানাযায়, আজ সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তারাকান্দা মধ্য বাজারে আগুনের সূত্রপাত হয়। এতে মনিহারি দোকান ও ফার্মেসিসহ পুড়ে গেছে কয়েকটি দোকান। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা আগুণের নিয়ন্ত্রণ নেয়।
এব্যাপারে ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ব্যবসায়ীরা তাদের ক্ষতির পরিমাণ বেশি বলছে। তবে আমাদের ধারণা একটু কম হবে।
অপরদিকে ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।