আইপিএলের ১২তম আসর শুরু হতে বাকি তিন মাস। এর আগে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। ইতোমধ্যেই চূড়ান্ত তালিকা তৈরি হয়ে গেছে। মোট ৭০ জনকে নেয়া হবে। প্রাথমিকভাবে ১০০৩ জনের তালিকা তৈরি করা হয়েছিল। এর মধ্যে ছিলেন ১০ বাংলাদেশী ক্রিকেটার। এখন চূড়ান্ত তালিকায় রয়েছেন ৩৪৬ জন। এই তালিকায় বাদ পড়েছেন আটজন বাংলাদেশী। রয়েছেন দু’জন।
চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের। এর মধ্যে মুশফিককে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আর মাহমুদুল্লাহকে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে। দু’জনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
উল্লেখ্য, আইপিএলের এবারের আসরে জন্য সাকিব আল হাসানকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গত আসরেও তাদের হয়ে খেলেছেন এই বাংলাদেশী সুপারস্টার। তবে আগে বেশ কয়েকটি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। আর গত আসরে মোস্তাফিজুর রহমান খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে দলটি। ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিষেধাজ্ঞা জারি করায় এবার আইপিএলে খেলতে পারবেন না হাসিমুখের এই ঘাতক।