বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বাসায় ককটেল নিক্ষেপ

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসা লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল নিক্ষেপ করেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন বলেন, রাত ৯টার দিকে বাসার গেটের সামনে বিকট শব্দে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় তারা বাসার ভেতরে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা মিটিং করছিলেন।

রবিন বলেন, ঢাকা-৪ আসনে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন। কেউ বাসায় থাকতে পারছেন না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top