ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক ও নিন্ম আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা। শুক্রবার জুমার পর উপজেলার মার্কায মসজিদ প্রাঙ্গণে নিজস্ব অর্থায়নে ওই অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
করোনা ইস্যুতে কর্মহীন হয়ে পড়া ১২০জন পরিবহন শ্রমিক ও ১৫০জন নিন্ম আয়ের মানুষসহ ২শ ৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিল ১০কেজি করে চাল ও ২কেজি ওজনের মুরগী।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফা, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ঈশ্বরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।
ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা জানান, করোনা ইস্যুতে পরিবহন শ্রমিক সহ কর্মহীন মানুষের নানা ধরণের সংকট চলছে। সরকারি অনুদানের পাশা পাশি নিজ উদ্যোগেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।