করোনাভাইরাসে ময়মনসিংহে ৬০ বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১ নং নাওগাঁও ইউনিয়নের কাউয়ালাড়া গ্রামে। এনিয়ে ময়মনসিংহ জেলায় করোনায় ছয় জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বলে জানিয়েছে সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।
ডা. মসিউল জানান, মৃতব্যক্তি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০ মে তিনি এসকে হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়েছিলেন। তিনি আরো জানান, মৃতের ছেলেরও এ রোগ শনাক্ত হয়েছে।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক জানান, এ রোগে দাফনের জন্য উপজেলার একটি টিম রয়েছে। মৃত ব্যক্তির দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।