ঢাকাFriday , 22 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ডাক্তার-ব্যঅংকারসহ করোনায় নতুন আক্রান্ত ৪৪জন

Link Copied!

corona-updateময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬ ও জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৩ জনসহ মোট ৪৬৯ জনের নমুনা পরীক্ষায় জনপ্রতিনিধি, চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মী,শিক্ষক ও ব্যাংকার সহ নতুন করে ৪৪জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ময়মনসিংহ এসকে হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় জামারপুরের মেলান্দহ উপজেলার আব্দুস ছাত্তার নামে এক ব্যাক্তি মারা গেছেন।এদিকে বিভাগে আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্সসহ-৫জন, তারাকান্দায়-৫জন, সদরের ৩জন, ফুলবাড়িয়ায় এক মাদ্রাসার শিক্ষক, হালুয়াঘাটে একজন সহ জেলায়-১৬জন , জামালপুর জেলার মেলান্দহের চিকিৎসকসহ-১৪ , সদরে চিকিৎসকসহ৪জনসহ জেলায় ১৮জন, নেত্রকোনার কেন্দুয়ায়-৮জন ও সদরে ১জনসহ জেলায়-৯জন এবং শেরপুরের নকলা ইউএনও অফিসের এক কর্মচারী বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আবুল কাশেম জানিয়েছেন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৭৭০জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৫০জন, জামালপুর জেলায় ১৭৪ জন, নেত্রকোনা জেলায় ১৭৯জন এবং শেরপুর জেলায় ৬৮ জন,এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত ২৮০জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।