ময়মনসিংহে করোনায় সুস্থ হওয়ার ৭ দিন পর মারা গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার শেফালি দাস। করোনায় এ মৃত্যু হয়নি বলে দাবি করলেও আবারো নমুনা পরীক্ষা করা হতে পারে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় শেফালি দাস মারা যান।
এব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার ময়মনসিংহ লাইভকে জানান, শেফালি দাস প্রথমে করোনা আক্রান্ত হয়। পরে তাকে নীতি অনুযায়ী চিকিৎসা দেয়া হয়। গত ১৩ মে শেফালির নতুন করে দুইবার স্যাম্পল পরীক্ষা করা হয়। সেদিনও তার রিপোর্ট নেগেটিভ আসে। সম্ভবত সে হার্ট অ্যাটাকে মারা গেছে। তবুও পুনরায় তার স্যঅম্পল টেস্টের ব্যাপারে মাইক্রোবায়োলজি বিভাগের সাথে কথা বলব।