নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গণসংযোগ চালাচ্ছেন। আজ বুধবার সকাল ৮টায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনী এলাকায় গণসংযোগ শুরু করেন।
এরপর তিনি আজিমাবাদ কলোনী, গুলশান মোড়, বেজপাড়া মেইন রোডসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিরোধীপক্ষ নৌকার কর্মী ও সমর্থকরা তার প্রচারণা কাজে বাধা সৃষ্টি করছেন। বিশেষ করে গত দুইদিনে শহরের বিভিন্ন স্থানে সাটানো ধানের শীষের প্রায় ১০ হাজার পোস্টার ছিড়ে ফেলা ও পুড়িয়ে দেয়া হয়েছে। এমনকি প্রচার মাইক ভাংচুর করা হচ্ছে। অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না।
আজ দিনভর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচারণা চালাবেন বলে জানা গেছে।