বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করছেন। এতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
বুধবার সকাল থেকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।
টঙ্গীর গাজীপুরায় ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল ৮টায় কারখানার সামনে এসে বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।
এছাড়া টঙ্গীর সাতাইশ লস্করপাড়া এলাকায় আবিদ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে চলে যাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, বেতন বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।