ময়মনসিংহ বিভাগে নতুন করে আরো ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবের ২টি মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ১৬ জনের এবং জামালপুর হাসপাতালে ৯১টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যালের একজন নার্স, ধোবাউড়াতে ৪, ফুলপুরে ২, ফুলবাড়িয়ায় একজনসহ ময়মনসিংহ জেলায় ৮ জন, নেত্রকোনা জেলা সদরে ৪, আটপাড়ায় ২ ও মোহনগঞ্জে একজনসহ জেলায় ৭ জন, জামালপুর জেলার মেলান্দহে ৪, বকসিগঞ্জে ২ ও ইসলামপুরে একজনসহ জেলায় ৭ জন এবং শেরপুর জেলার শ্রীবর্দিতে একজন রয়েছে।
চিত্তরঞ্জন দেবনাথ আরো জানান, এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৬৭২ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩২৮ জন, জামালপুর জেলায় ১৫২ জন, নেত্রকোনা জেলায় ১২৫ এবং শেরপুর জেলায় ৬৭ জন।
তাছাড়া, মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ২৭ জন। এনিয়ে বিভাগে সুস্থ হলেন ২৪৩ জন।