শায়েস্তাগঞ্জ উপজেলার নিজামপুর ইউপির বাগুনিপাড়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের হাজী বাড়ির মহরম আলীর ঘরে গভীর রতে ডাকাতরা হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।
বাগুনিপাড়া গ্রামের ওয়ার্ড মেম্বার বাবুল শাহ জানান, তিনি বিষয়টি ইউপি চেয়ারম্যানসহ পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। উক্ত এলাকায় প্রায় প্রতি রাতেই ডাকাতরা ডাকাতির ঘটনা ঘটছে।
এ ব্যাপারে এলাকার জনসাধারণ আতঙ্কে রয়েছেন। তারা এলাকার সুরক্ষার জন্য রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন।