নেত্রকোনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৯৮ লাখ টাকার চেক বিতরণ

নেত্রকোনায় ১৯৬ জনের হাতে ৯৮ লাখ টাকার চেক বিতরণ করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। সুবিধাভোগী ব্যক্তিরা ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রেস ক্লাব হলরুমে এই চেক বিতরণ কার্যক্রম করা হয়। প্রতিজন রোগীকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী নিজেই।

চেক বিতরণে সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিন, মন্ত্রী পত্নী সমাজ সেবিকা কামরুন্নেসা আশরাফ দীনা, প্রেস ক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সমাজসেবার সদর অফিসার আব্দুল্লাহ আল মামুন, টিম নৌকার সমন্বয়ক আজাহারুল ইসলাম অরুণসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top