করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, লকডাউন বাস্তবায়ন, ত্রাণ কার্যক্রম এর সুষ্ঠু তদারকি ও ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঝুঁকি নিয়ে দিন-রাত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
করোনা মোকাবেলায় এপ্রিল ও মে মাসের সর্বোচ্চ সংখ্যক এবং কার্যকর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার স্বীকৃতি হিসেবে সিনিয়র সহকারী কমিশনার আজিজুল হক খান মামুনের হাতে পুরষ্কার তুলে দেন ময়শনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এসময় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।