ময়মনসিংহ বিভাগে আরও ২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের ২টি মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের ও জামালপুরে একটি মেশিনে ৭৯ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।
সোমবার (১৮মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যালের একজনসহ সদরে তিনজন, ভালুকা দুইজন, ফুলপুরে দুইজন, নান্দাইলে একজনসহ ময়মনসিংহ জেলায় আটজন, নেত্রকোনা জেলা সদর একজন, জামালপুর জেলার সরিষাবাড়িতে একজন ও শেরপুর জেলা সদর চারজন, নালিতাবাড়ি এক চিকিৎসকসহ তিনজন, নকলায় দুইজন, শ্রীবর্দিতে দুইজনসহ জেলায় ১১ জন আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৬৪৯ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩২০ জন, জামালপুর জেলায় ১৪৫ জন, নেত্রকোনায় ১১৮ ও শেরপুর জেলায় ৬৬ জন রয়েছে।
সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও পাঁচজন। এ নিয়ে বিভাগে সুস্থ হলেন ২১৬ জন।