ঈদের শপিং নিয়ে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

 

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে সোমবার ঈদের কেনাকাটা নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে কাজী আদর (৩৮) নামে দুই মেয়ের পিতা আত্মহত্যা করেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের কাজী আদর ও তার স্ত্রীর মাঝে আর্থিক অভাব-অনটনের কারণে ঈদের কেনাকাটা নিয়ে গত কয়েক দিন ধরে স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। অবশেষে স্ত্রীর চাহিদা অনুযায়ী ঈদ খরচ জোগাড় করতে না পেরে মনের দুঃখে সোমবার রমজানের সেহেরি খাওয়া শেষে মসজিদে গিয়ে নামাজ আদায় শেষে বাড়িতে ফিরে ঘরের পিছনে লিচু গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মো: মাহবুবুর রহমান বলেন, তিনি পূর্ব থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন যে কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this post

scroll to top