ঢাকাMonday , 18 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে লকডাউন কার্যকর করতে সেনাবাহিনীর কঠোর অবস্থান

Link Copied!

ময়মনসিংহে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। আজ সোমবার  শহরের বিভিন্ন স্থানে রাস্তায় সেনা সদস্যদের লকডাউন কার্যকর করতে দেখা গেছে।

এ সময় রাস্তায় এবং বিভিন্ন মার্কেট ও দোকানের সামনে প্রচুর লোক সমাগম ছিল। সেনা সদস্যরা তাদের সরে যেতে বলেন এবং সামাজিক দূরত্ব মেনে চলতে এবং বিনা কারণে ঘর থেকে বের না হতে আহ্বান জানান। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যদেরও লকডাউন কার্যকরে রাস্তায় দায়িত্ব পালন করতে দেখা যায়।

গত ১০ মে ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত হয়, ঈদের আগে শপিংমল ও মার্কেটের দোকান না খোলার। কিন্তু কিছু কিছু মার্কেট নিজেরাই আংশিক খুলে দেয়। এতে শহরে লোক সমাগম বেড়ে যাওয়ার ফলে সামাজিক দূরত্ব বিঘ্নিত হচ্ছিল।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য পুলিশ সুপার মো আহমার উজ্জামান বলেন, ময়মনসিংহ জেলায় গতকালের ১৭ জনসহ ৩১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং আরো সংক্রমণ ঠেকাতে ও জনস্বাস্বাস্থ্য রক্ষার্থে গতকাল থেকে শহরের সব দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় করোনা প্রতিরোধ কমিটি।

এর পাশাপাশি করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে ব্যবসায়ী স্টেকহোল্ডারদের নিয়েও সভা অনুষ্ঠিত হয় বলেও জানান পুলিশ সুপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।