ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রবিবার ৭ ধাপে ৬৫৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ৭৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যা ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসক ও ৫ স্বাস্থ্যকর্মীসহ ময়মনসিংহ সদরে ২৪ জন, ঈশ্বরগঞ্জে হাসপাতালের নার্স এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্মচারীর ছেলেসহ ২ জন, ভালুকায় ৪ জন, ফুলবাড়িয়ায় ২ জন, মুক্তাগাছায় ১ জন, গোরীপুরে ১ জন এবং তারাকান্দায় ১ জনসহ জেলায় মোট নতুন ৩৫ জন।
এছাড়াও জামালপুর জেলায় ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন জামালপুর সদরে ৩ জন,বকশিগঞ্জে ১ জন, মেলান্দহে এক ডাক্তারসহ ২১ জন ,সরিষাবাড়িতে ২ জন এবং দেওয়ানগঞ্জে ১ জন।
নেত্রকোনা জেলায় আক্রান্ত ৪ জন হলেন, মদনে ১ জন,আটপাড়ায় ১ জন, বারহাট্টায় ১ জন এবং পূর্বধলায় ১ জন।
শেরপুর জেলায় আক্রান্ত ১২ হলেন শেরপুর সদরে ৬ জন, নালিতাবাড়ীতে ৪ জন, নকলায় ১ জন এবং শ্রীবদিতে ১ জন।