নেত্রকোনায় সাতদফা দাবি নিয়ে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের জেলা সংসদ।
রবিবার সকাল সাড়ে ১১টায় নিরাপদ দূরত্ব বজায় রেখে মোক্তারপাড়া পৌরসভার মোড়ে এই মানববন্ধন করেছে সংগঠনটি।
মানববন্ধনে গৃহকর্মী ধর্ষণের পর হত্যা ও ছাত্র তৌহিদ হত্যাসহ সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সাত দফা দাবি উত্থাপন করে।
জেলা শাখার সম্পাদক পার্থ প্রতিম সরকারের পরিচালনায় সীমিতভাবে ছাত্র নেতারা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনটির শহর কমিটির সাধারণ সম্পাদক তাজিম রহমান রাকিব, শহর কমিটির সভাপতি তানভীর মোকাম্মেল, জেলা কমিটির সদস্য আবু বকর সিদ্দিকী নাদিম প্রমুখ।
সাত দফায় জাতীয় বাজেটের ১৮ শতাংশ স্বতন্ত্রভাবে শিক্ষা খাতে বরাদ্দ, স্বাস্থ্যখাতে বরাদ্দ, শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় ও মেস ভাড়া মওকুফ, প্রয়োজনে সরকারি বরাদ্দ প্রদান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ফি মওকুফসহ ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করে খোদ কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে বলেও বক্তারা দাবি জানান।