ময়মনসিংহে এক হাজার কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে নগরীর আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের ব্যক্তি উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়।
করোনা দুর্যোগে যাতে কোন মানুষ না খেয়ে থাকে সেজন্য সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের সাধারন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান রকিবুল ইসলাম রকিব। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ প্রশংসনীয়। যার ফলে করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।